TMC News: আসানসোলে পেট্রোল পাম্পে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি। ABP Ananda Live
Asansol News: তৃণমূল কর্মীকে আগে পেট্রোল না দেওয়ায় পাম্প কর্মীকে চড়! আসানসোলে পেট্রোল পাম্পে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি। অনুগামীকে আগে পেট্রোল না দেওয়ায় দলবল নিয়ে পাম্পে চড়াও। আঙুল উঁচিয়ে পাম্প কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার। পাম্প কর্মীকে চড় মারার অভিযোগ তৃণমূল নেতার অনুগামীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের।
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি । আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি আজ নয়, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি । রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে । কাল প্রথম মামলা হিসেবে সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি । আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল CBI-এর । কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? আজই জানানোর কথা ছিল রাজ্যের।