Bad Road : দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে বিপজ্জনক রাস্তা!
ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে বিপজ্জনক রাস্তা! প্রতিদিন জীবন মুঠোয় নিয়ে করতে হচ্ছে যাতায়াত। কবে মিলবে হতশ্রী রাস্তার হাল? প্রশ্নের মুখে দেখা গেল দায় ঠেলাঠেলির খেলা!
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।




















