এক্সপ্লোর
Birbhum: বীরভূমে মাড়গ্রামে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, গ্রেফতার ৬ | ABP Ananda Live
Birbhum: বীরভূমে (Birbhum) মাড়গ্রামে (Margram) উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা (Bomb)। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের (Sujauddin shek)খামার বাড়ি থেকে ৩টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। পুলিশ (Police) জায়গাটিকে ঘিরে রেখেছে। বোমস্কোয়াডে (Bombsquad) খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারই(sunday) মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সুজ্জাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















