Bagda News: তবে কি বরফ কিছুটা গলল বাগদায় বিজেপির অন্দরে? ABP Ananda Live
West Bengal News: অবশেষে তবে কি বরফ কিছুটা গলল বাগদায় বিজেপির অন্দরে? প্রার্থী ঘোষণার আগে, বিজেপির যে মণ্ডল সভাপতি, দলেরই প্রার্থীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। শুক্রবার, সেই সমীর বিশ্বাসকে দেখা গেল দলীয় প্রার্থীকে জড়িয়ে ধরতে। অন্য়দিকে, প্রচারে বেরিয়ে বাগদার কংগ্রেস প্রার্থীকে নমস্কার করলেন বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
প্রথমে করমর্দন...তারপর পা ছুঁয়ে নমস্কার...শেষে কোলাকুলি...অবশেষে কি তবে ক্ষোভের বরফ কিছুটা গলল বাগদা বিজেপির অন্দরে? প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টা আগেই, বিজেপির যে মণ্ডল সভাপতি দলেরই প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন...শুক্রবার, তাঁকেই দেখা গেল দলীয় প্রার্থীকে জড়িয়ে ধরতে। ১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে। তার প্রার্থী ঘোষণার আগে থেকেই ভূমিপুত্র প্রার্থী চেয়ে বিজেপির অন্দরে দাবি উঠতে থাকে। কিন্তু বিনয় বিশ্বাসকে বিজেপি প্রার্থী করায়, সেই ক্ষোভ আরও বাড়ে। ইস্তফা দিয়ে দেন বাগদায় বিজেপির মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)