Nadia BJP inner clash: ভোটে ধাক্কা বঙ্গ বিজেপির, নদিয়ায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটে ধাক্কা বঙ্গ বিজেপির, নদিয়ায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল । নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের অপসারণ দাবি । নদিয়া জেলা বিজেপি অফিসে বিক্ষোভ কর্মী-সমর্থকদের । চেয়ার টেবিল উল্টে তালা লাগিয়ে বিক্ষোভ । 'অর্জুন বিশ্বাস টাকা নয় ছয় করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়েছেন' । অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের
বাংলায় সবুজ ঝড়ের পর কেন্দ্রে শপথ নিতে চলা বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি লোকসভা নির্বাচনে একার জোরে যে আসন পেয়েছে, তা দিয়ে সরকার চালানো যায় না, তিনি হলে ক্ষমতায় বসতেন না বলে জানালেন তৃণমূলনেত্রী। বেআইনি ভাবে বিজেপি কেন্দ্রে সরকার গড়ছে বলে অভিযোগ করেন মমতা। দল ভাঙানো নিয়েও এদিন মমতা বিজেপি-কে আক্রমণ করেন তিনি।
শনিবার কালীঘাটে বিজয়ী তৃণমূল সাংসদ, জেলা সভাপতি এবং নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "সব সাংসদদের বলব, নিজের নিজের দলকে মজবুত করুন। আবারও দল ভাঙানোর চেষ্টা শুরু করেছে। ওদের বুঝতে হবে, দল ভাঙানোর কাজ ঠিক নয়। এভাবে চললে, নিজের দলই ভেঙে যাবে। আমরা ভাঙব না, ভিতর থেকেই ঘুণ ধরবে। দলের ভিতরে আপনাদের সকলে খুশি নয়। সেটা বোঝা যাচ্ছে।"
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)