Swargorom: বারাসাতে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, নিষ্ক্রিয় প্রশাসন? ABP Ananda Live
ABP Ananda Live: বারাসাতে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস। একতলার পর শুরু হয়েছে দোতলার কাজ। শাসকদলের পার্টি অফিস বলেই কি নিষ্ক্রিয় প্রশাসন? প্রশ্ন তুলছে বিজেপি। গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন ! শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ-মামলায় জামিন ! জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, দাবি সরকারি আইনজীবীর। তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা। ঠিকা শ্রমিকের মা-কে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের তৃণমূলকর্মী বুলেট মির্জা। মুম্বইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে। টাকা না দিলে তাঁকে ময়ূরেশ্বরে ফিরে আসতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। মুম্বইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল। বুলেট মির্জার নেতৃত্বে মারধর চালানোর অভিযোগ। ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করি, দাবি বুলেট মির্জার।