Arjun Singh: 'আগেও ওঁর রিভলভার থেকে গুলি চলেছে', অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোমনাথ শ্যামের
ABP Ananda LIVE : 'অর্জুন সিংহই বিকাশ বোসকে হত্যা করেছিল, আগামীদিনে প্রমাণ করে দেব। এখানকার সমস্ত সিরিয়াল কিলিং অর্জুন সিংহ করেছে। অর্জুন একটা খুনি, ব্যাঙ্কে ডাকাতি করা লোক। প্রমাণ করে দেব। এর আগেও আপনার রিভলভার থেকে গুলি চলেছে।', অর্জুনকে আক্রমণে সোমনাথ শ্যাম।
Patharpratima: ঢোলাহাটে রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার, ঘটনাস্থলের পাশে মিলল খড় দিয়ে ঢাকা বস্তা
ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৮। লাইসেন্স ছাড়াই বাজির কারবার, বাড়িতে মজুত বাজির স্তূপ ! একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের মৃত্যু । মৃতদের মধ্যে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের বালক, ৮০ বছরের বৃদ্ধা। 'প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা'। পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের। ঘটনার পর বেপাত্তা বাজি ব্যবসায়ী, বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিক। চন্দ্রকান্ত ও তুষার বণিক দুই ভাই-সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু । খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলায়। পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নিয়েই বাজির বেআইনি কারবার !



















