এক্সপ্লোর
ED Raid at Bayron Biswas House: ভোর গড়িয়ে রাত, আইটি রেডে বায়রন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট
বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ। ভোর গড়িয়ে রাত, এখনও সাগরদিঘির বিধায়কের বাড়িতে আইটি রেড। সাগরদিঘির বিধায়কের বাড়িতেই ৬০ লক্ষের হদিশ: সূত্র। ভোর সাড়ে ৫টা থেকে বায়রনের বাড়ি-কারখানা-হাসপাতাল-স্কুলে আইটি রেড। পেশায় ব্যবসায়ী বায়রন বিশ্বাস, টাকার সূত্রের খোঁজ করছে আয়কর দফতর: সূত্র। শুধু বায়রন বিশ্বাসের বাড়ি থেকেই বান্ডিল বান্ডিল ৬০ লক্ষের হদিশ। সাগরদিঘির বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু দলিলও উদ্ধার: সূত্র। বায়রনের বাড়িতে ম্যারাথন তল্লাশি, এখনও চলছে টাকা গোনা: সূত্র। ব্যবসার টাকা বলে দাবি বায়রন বিশ্বাসের: সূত্র।
জেলার
এলাকা জুড়ে ছাইয়ের দাপট, দূষণে 'প্রাণ ওষ্ঠাগত' ডায়মন্ডহারবারের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের
আরও দেখুন



















