Chok Bhanga Chota: এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বেধড়ক মারধর। ABP Ananda Live
ABP Ananda LIVE: এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বেধড়ক মারধর। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে বেধড়ক মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়। আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। লোহার পাত দিয়ে মোড়া রথের মোট ৩৪টি চাকা আছে।মহিষাদলের রথের উচ্চতা প্রায় ৪০ ফুট।
![Bengal Tiger: অবশেষে মৈপীঠের খাঁচাবন্দি বাঘ ফিরল জঙ্গলে, স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপীঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/68fabb663007aa5df0bc40293b4db8ae1736787605689968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Saline Contro: 'এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি চাই এই ঘটনায় FIR হওয়া উচিত', বললেন শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/57c9fc55f14ad4c5797200b5c6390f071736787101042968_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari News: 'ভারত যখন হিট করবে বুঝতে পারবে', ফের বাংলাদেশকে হুঙ্কার শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/de2ad22f65405bd287a18365c1c7ada21736786377236968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![KolkataNews:টাকী বয়েজ স্কুলের প্রাক্তনীদের টিব্যাক কার্নিভাল।১৭তম বর্ষে কার্নিভাল জুড়ে উৎসবের আমেজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/9c281e91ed39c1a98acc1452871bb8da1736785024345968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Rajdanga Utsav 2025: শুরু হল রাজডাঙা উৎসব ২০২৫।উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গলায় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া ১৩টি গান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/859ff4866d3b1d89a8b3688068c97e991736783986896968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)