Bhangar Incident Update: ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২। ABP Ananda Live
ভাঙড়ে (Bhangar Mob lynching) চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২। বউবাজারের পর কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়েও পিটিয়ে খুনের অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু। ধৃত দোকান মালিক সাহারুল মোল্লা ও ব্যবসায়ী সৈকত মণ্ডল। দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ। পুলিশের হাতে মারধরের সিসিটিভি ফুটেজ। ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে পুলিশ।
ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। গতকাল ভোরে যে দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ, সেই দোকানের মালিক সাহারুল মোল্লা ও আরেক ব্যবসায়ী সৈকত মণ্ডল গ্রেফতার হয়েছেন। এলাকার CC ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
