Bhatpara: ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে কী বললেন অর্জুন ?। Bangla Newsj
আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভাটপাড়া। নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে ভাটপাড়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপি সাংসদ অর্জুন সিংহ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তারক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপির সাংসদ। তৃণমূল কর্মীদের ওপর মারধর করা হয় বলে অভিযোগ।
এ বিষয় অর্জুন সিংহ বলেন, ইট, পাথর ছুড়েছে। গাড়ি ভেঙেছে। আর বেচারা পুলিশ দাঁড়িয়ে দেখছে। আমাকে কী আমার বাড়িতে যেতে হবে পুলিশকে জানাতে হবে? পুলিশের গাড়ি ২৪ ঘণ্টার জন্য আমার সঙ্গে থাকে। এ কাজ ওদের, আমার না।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)