Bhupatinagar News: ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে একাধিক বিস্ফোরক দাবি NIA-র। ABP Ananda Live
West Bengal News: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণে NIA-র চার্জশিট ।'রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা'। ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র। 'বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি'। যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত NIA, তার বিরুদ্ধে চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার NIA-চার্জশিটে ৬জনের নাম। NIA-চার্জশিটে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি, তৃণমূলকর্মী মনোব্রত জানা। NIA-চার্জশিটে তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই । ২ ডিসেম্বর, ২০২২: ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। ২ ডিসেম্বর, ২০২২: তৃণমূল নেতা রাজকুমার মান্না-সহ ৩জনের মৃত্যু। বিস্ফোরণের পরেই ৩ ডিসেম্বর পুলিশের FIR, ছিল না বিস্ফোরক আইনের ধারা । ২১ মার্চ, ২০২৩: বিস্ফোরক আইন যোগ করতে বলে হাইকোর্ট । ২১ মার্চ, ২০২৩: কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে NIA, জানিয়ে দেয় হাইকোর্ট। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় তদন্ত শুরু করে NIA। ৬ এপ্রিল, ২০২৪: বিস্ফোরণের তদন্তে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত NIA। ৬ এপ্রিল, ২০২৪: NIA-র গাড়ি ভাঙচুর, আক্রান্ত আধিকারিক। ৬ এপ্রিল, ২০২৪: জেরার জন্য ২ তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় হামলা। এরপরেই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে NIA