Bihar: 'ভারত কেন পৃথিবীর কোনও দেশ একসঙ্গে এত সরকারি চাকরি দেয়নি', দাবি তেজস্বী যাদবের
ABP Ananda LIVE: একদিকে নিয়োগের দাবিতে তোলপাড় বাংলা। চাকরি চেয়ে দিনের পর দিন পথে চাকরিপ্রার্থীরা। আজই মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ জানাতে দেখা গেছে চাকরিপ্রার্থীদের। এদিকে, পড়শি রাজ্য বিহারে প্রচুর নিয়োগ দেখা গেল। ৭০ দিনের মধ্যে শিক্ষক পদে চাকরি পেলেন ২ লক্ষ বিহারবাসী। প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার চাকরি এবং দ্বিতীয় দফায় ৯৬ হাজার জন চাকরি পেলেন শিক্ষক পদে। এত সংখ্যক শিক্ষক একযোগে নিয়োগের জেরে সরকারি স্কুলগুলিতে পূরণ হবে শিক্ষকের চাহিদা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি, এটা ঐতিহাসিক, ভারত কেন পৃথিবীর কোনও দেশ একসঙ্গে এত সরকারি চাকরি দেয়নি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে নজর দিয়েছে বিহার সরকার। সরকার শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেই থেমে থাকেনি, স্কুলের প্রাথমিক পরিকাঠামোরও উন্নয়ন ঘটানো হয়েছে।
![Suvendu Adhikari: 'মুসলিম লিগকেও হার মানাবে', সাসপেন্ড হতেই তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/018e9fd186bc341af5bddeb3f604d4761739780112334967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)