Birbhum News : ৩ দিনে ২ বার, সাইঁথিয়ার ২ গ্রামে বিস্ফোরণের পর এবার উদ্ধার হল বোমা
ABP Ananda LIVE : ৩ দিনে ২ বার, সাইঁথিয়ার ২ গ্রামে বিস্ফোরণের পর এবার উদ্ধার হল বোমা। আকুঁডিহি গ্রামে খরের গাদায় লুকিয়ে রাখা বোমা উদ্ধার করল পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণের ঘটনায় এখনও খোঁজ নেই বাড়ির ৩ ভাইয়ের।
Kashmir News: বৈসরন ভ্যালিতে চলছে গুলি, মাটিতে লুটিয়ে পড়ছেন পর্যটকেরা! জিপলাইনিং করতে গিয়ে অজান্তেই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করলেন একজন
বৈসরণ ভ্যালি। স্বপ্নের মতো সুন্দর। একদিকে পাহাড়, তার গা দিয়ে নেমে আসা জঙ্গল.. আরেকদিকে সবুজের গালিচা.. কিন্তু এই বৈসরণ ভ্যালিই এখন মৃত্যু উপত্যকা। ২২ এপ্রিল দিনটা চিরকাল কাশ্মীরের ইতিহাসে লেখা থাকবে কালো দিন হয়ে। কারণ কাশ্মীরের বৈসরন ভ্যালিতেই অকালে ঝরে গিয়েছে ২৬ টা প্রাণ। এই বৈসরন ভ্যালিতেই জঙ্গিরা বেছে বেছে হত্যা করেছে ২৫ জন হিন্দু পর্যটককে। ২২ তারিখ সকালেও কেউ জানতেন না, এমন একটা ঘটনা ঘটে যাবে বৈসরণে। কয়েক মিনিট আগেও কেউ জানতেন না, স্বপ্নের মতো সুন্দর উপত্যকা ঝাঁঝরা হয়ে যাবে গুলির শব্দে, লাল হয়ে উঠবে রক্তে।


















