Amit Shah: মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অমিত শাহ | ABP Ananda
ABP Ananda Live: 'মমতাদিদি তুষ্টিকরণের সব সীমা পার করে দিয়ছেন। পহেলগাঁওয়ে পাকিস্তানের পাঠানো জঙ্গিরা নির্দোষ পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে করে মেরে দিয়েছে। ওই পাক জঙ্গিদের সাজা দেওয়া উচিত কি না বলুন বাংলার মানুষজন? মোদিজি অপারেশন সিঁদুর চালিয়ে ঠিক করেছেন কি না? আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি, এখন অপারেশন সিঁদুরও করলাম। পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতর ঢুকে ওদের দফতর গুঁড়িয়ে দিয়েছি। কয়েকশো জঙ্গিকে নিকেশ করে দিয়ছি। আর তাতে দিদির পেটে ব্যথা হচ্ছে। বাংলার পর্যটকরা যখন ওখানে মারা গেলেন, তখন এত যন্ত্রণা হয়নি দিদির। তখন কিছু বলেননি। মোদিজি যাই অপারেশন সিঁদুর কর এখানে এলেন, নোংরা রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করলেন।' বললেন অমিত শাহ।



















