Dilip Ghosh: 'মোদি সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে কী করতে পারে, মানুষের আস্থা আছে', বললেন দিলীপ
ABP Ananda Live: 'কংগ্রেস তো কোনও দিন বদলায় নেয়নি, প্রেমপত্র লিখত। মোদি সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে কী করতে পারে। প্রথম রাতেই বিড়াল মারতে হয়, তা মেরে দিয়েছেন মোদি সরকার। এর আগে মোদি সরকার প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিয়েছিল, সেই কারণেই মোদি সরকারের ওপর মানুষের আস্থা আছে'। বললেন দিলীপ।
প্রাণ বাঁচাতে উঠেছিলেন গাছে, সেখান থেকেই পহেলগাঁওয়ে হামলার ভিডিও! কারা ছিল? তদন্তে NIA
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, হামলার মুহূর্তের ভয়াবহ ছবি প্রকাশ্যে। ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর হিন্দু পর্যটকদের গুলি করে মারা হয়। প্রকাশ্যে এসেছে হামলার হাড়হিম করা ফুটেজ। এর মধ্যেই জানা গিয়েছে মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী একজন স্থানীয় আলোকচিত্রী। যিনি হামলার সময় একটি গাছের ওপরে বসে তিনি ঘটনাগুলোর ধারাবাহিকতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ফুটেজ রেকর্ড করেছিলেন। তার ভিডিওগুলোকে বর্তমানে NIA তদন্তকারীরা পর্যবেক্ষণ করছেন।
পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নেমেছে NIA। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পর্যটকদের বয়ান নিচ্ছে NIA। সূত্রের খবর, এক স্থানীয় ফটোগ্রাফার পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন NIA-এর আধিকারিকরা। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে যে ছবি রেকর্ড করা হয়েছে, তাও সংগ্রহ করছে NIA।



















