Suvendu Adhikari : '২৬শে বিজেপি সরকার, বাই বাই তৃণমূল', ন্যাজাটের সভায় হুঙ্কার শুভেন্দুর | BJP
ABP Ananda LIVE: অপারেশন সিঁদুর নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী । 'পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে জঙ্গিরা' । 'জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা' । '১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে' । ন্যাজাটের সভায় বললেন বিরোধী দলনেতা।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ কোভিড আক্রান্তের মৃত্যু ! বাংলায় আক্রান্ত হলেন কত জন ?
ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল এবার ৬ হাজার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ৪৮ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৭৬৯ জন। বর্তমানে ভারতে কোভিড অ্য়াকটিভ রয়েছেন ৬১৩৩ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনর মৃত্যু হয়েছে। কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ, দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, কেরলে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯৫০ জন। দুজনের মৃত্য়ু হয়েছে। গুজরাতে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৮২২ জন। বাংলায় ৬৯৩ জন। দিল্লিতে কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৮৬ । মহারাষ্ট্রে ৫৯৫ জন এবং কর্ণাটকে ৩৬৬ জন।



















