BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!
ABP Ananda Live: সরস্বতী পুজোয় বাধার অভিযোগে বিধানসভায় তুললাকাম।শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক! বিজেপির মুলতুবি প্রস্তাব ঘিরে বিধানসভায় তোলপাড়। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড শুভেন্দু। আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী! বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের নামে নাগেরবাজারে যুব নেতার ব্যানার! বীরভূমে ফের কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর লড়াই। পুলিশ পরিচয়ে তুলে অনুব্রত-ঘনিষ্ঠকে বাঁশ-লাঠি দিয়ে অভিযোগ। পাল্টা কাজল-ঘনিষ্ঠের বাড়িতে বোমা! মণ্ডল সভাপতিদের নাম নিয়ে বিজেপিতে ফের বিদ্রোহ! দলের বিরুদ্ধেই সরব গঙ্গারামপুরের বিধায়ক। হলদিয়ায় এবার বিজেপির সাংসদ বনাম বিধায়ক! পৃথক শ্রমিক সংগঠন নিয়ে আক্রমণের পাল্টা আক্রমণ। লালবাজারের নাকের ডগায় বৈধ অস্ত্রের দোকানে বেআইনি গুলি-বন্দুকের কারবার! চম্পাহাটির বাসিন্দা আরও এক কর্মী গ্রেফতার। শুধু রাশি রাশি কার্তুজ নয়, বিবাদী বাগে অস্ত্রের বৈধ দোকান থেকেই দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্রও! ধৃতদের জেরা করে পরতে পরতে সূত্রের হদিশ!



















