BJP News: কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা | Kaliganj Assembly By Election
ABP Ananda Live: তৃণমূল কংগ্রেসের পর এবার কালীগঞ্জে বিজেপির প্রার্থী ঘোষণা। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ।
প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই। এবার অসুস্থতার কথা বলে এড়ালেন হাজিরা। পুলিশের কাছে না গিয়ে গেলেন পার্টি অফিসে। করলেন ম্যারাথন বৈঠক। 'সকাল থেকে শরীর খারাপ ছিল, এখন একটু বিশ্রাম করছেন.. কাল যাওয়ার কথা ভাববেন', অনুব্রত প্রসঙ্গে মন্তব্য চন্দ্রনাথ সিনহার ।
পাক গুপ্তচরের জাল কলকাতাতেও? শহরের ৩ জায়গায় তল্লাশি
পাক গুপ্তচরের জাল কলকাতাতেও? শহরের ৩ জায়গায় তল্লাশি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি। কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি NIA-এর। আলিপুর, পার্ক সার্কাস, খিদিরপুরে তল্লাশি, NIA সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি।





















