Mithun Chakraborty: 'ভোটার তালিকা সংশোধন হলে ৭০ আসনও পাবে না তৃণমূল', ভবিষ্যদ্বাণী মিঠুনের ।
ABP Ananda LIVE : ২০২৬ সালের বিধানসভা ভোটের ভবিষ্যদ্বাণী মিঠুন চক্রবর্তীর।নজরে ২৬, ভোটের ওয়ার্মআপ ময়দানে 'মহাগুরু'।
আইন লঙ্ঘনের অভিযোগে ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্রীয় সরকার, পিটিআই সূত্রের খবর। 'আপত্তিকরভাবে মহিলাদের দেখানো হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে আইন', উল্লু, অল্ট, দেশিফ্লিক্স সহ ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্র। পর্ণ ছবির সহজলভ্যতা ঠেকাতে পদক্ষেপ কেন্দ্রের। অল্ট, উল্লু, বিগ শটস্ অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, লাভাসারা লাইট, গুলাব অ্যাপ, আড্ডা টিভি সহ ২০টি ওটিটি প্ল্যাটফল্ম ব্যান করল কেন্দ্র, পিটিআই সূত্রের খবর
বিজেপি যুব মোর্চার ব্যান্ডেল ফাঁড়ি অভিযান ঘিরে উত্তেজনা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতি-সহ ৫ দফা দাবিতে অভিযান। ফাঁড়ির সামনে ব্যারিকেড পুলিশের, ধাক্কাধাক্কি বিজেপি যুব মোর্চা কর্মীদের। ভিড়ের চাপে ভাঙল ফাঁড়ির সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড। থানার ভিতরে ঢুকে বিজেপি যুব মোর্চা কর্মীদের বিক্ষোভ।




















