TMC News : 'তৃণমূল কংগ্রেস কোনও সর্বভারতীয় দলই নয়', কটাক্ষ সমীকের
ABP Ananda LIVE: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আদানি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করতে পারেন মমতা। রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা। থাকবেন অনুব্রত, আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর। চলছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রস্তুতি। বৈঠকে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং পুরসভার ফল বিশ্লেষণ করে আগেই বেশ কিছু পদের রদবদলের প্রসঙ্গ উঠতে চলেছে বৈঠকে নবান্ন থেকে কালীঘাট পৌঁছলেন মমতা বন্দোপাধ্যায়। সাংগঠনিক পরিকাঠামোয় আজই পরিবর্তন? শাসকশিবিরে রদবদলের সম্ভাবনা নিয়ে চলছে জোর জল্পনা। 'তৃণমূল কংগ্রেস কোনও সর্বভারতীয় দলই নয়, তৃণমূল কংগ্রেসওর রাজনীতি, ভোট সংস্কৃতি প্রতিটি মানুষ জানে', কটাক্ষ সমীকের
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/d2e81b278daa26a7c3f550a7daa0163b1739707801352894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)