Suvendu on Mamata: একলাফে পুজো অনুদান বাড়ল ২৫ হাজার টাকা I ঘুষ দিয়ে লাভ নেই , খোঁচা শুভেন্দুর
ABP Aanda LIVE : ভোটের মুখে বাড়ল পুজো অনুদান। পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা। ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৮৫ হাজার থেকে বেড়ে পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। একলাফে পুজো অনুদান বাড়ল ২৫ হাজার টাকা I ঘুষ দিয়ে লাভ নেই , খোঁচা শুভেন্দুর
নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। 'বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব'। 'দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়, অনেকে বলে দুর্গাপুজো-সরস্বতী পুজো করতে দেওয়া হয় না'। 'এটা উৎসব, অনেকে কাজ পায়'। '৪৫ হাজারটি বড় ক্লাবে দুর্গাপুজো হয়'। '৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন'। 'কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে'। 'মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে'।
সংসদ ভবনের বাইরে বিরোধী জোট INDIA-র বিক্ষোভ
বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজও সংসদ ভবনের বাইরে বিরোধী জোট INDIA-র বিক্ষোভ। এদিনও বিক্ষোভে শামিল হন সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। প্রতিবাদ বিক্ষোভে তৃণমূল সাংসদরাও।



















