BJP News: বাইরে শুভেন্দুবাবু কী বলেছেন, তা নিয়ে কেন স্বাধিকারভঙ্গের নোটিস ? প্রতিবাদ বিজেপির
ABP Ananda LIVE: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা চত্বর । মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে প্রিভিলেজ নোটিস জমা । 'প্রিভিলেজ কমিটির কাছে নোটিস পাঠানো হচ্ছে' । এই অধিবেশনেই রিপোর্ট দেওয়া হবে, জানিয়েছেন স্পিকার । বাইরে কে কী বলেছেন, তা নিয়ে কেন স্বাধিকারভঙ্গের নোটিস? প্রশ্ন তুলে প্রতিবাদ বিজেপির । অনুব্রতর কুকথা নিয়ে একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধী বিধায়করা । অধ্যক্ষ সেটি খারিজ করে দিয়েছেন, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট
আরও খবর...
চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে তরুণীকে নির্যাতনের অভিযোগ । অভিযুক্ত আরিয়ান খান এবং তাঁর সহযোগী জয়া গ্রেফতারগলফ গ্রিন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার । পুলিশের স্ক্যানারে এবার অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা খানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও । ভুয়ো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলেছিল শ্বেতা ও আরিয়ান, খবর পুলিশসূত্রে । ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অফিসের কোনও খোঁজ মেলেনি, খবর পুলিশসূত্রে । 'নির্যাতিতাকে বাড়িতে আটকে রাখার সময় ২ বার তাকে গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা' । দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে, খবর পুলিশসূত্রে । ইভেন্টের কাজেই কি দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? আরিয়ান ও শ্বেতার খোঁজে গতকাল রাত থেকে ৫ জায়গায় তল্লাশি হাওড়া সিটি পুলিশের । রাজ্য ও রাজ্যের বাইরে তল্লাশি । জিজ্ঞাসাবাদ করা হয়েছে শ্বেতার মা-কে । আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে



















