BJP Protest: ডানলপে বিটি রোড অবরোধ, পুলিশকে চপ-সিঙাড়া বিলির চেষ্টা BJP-র
ABP Ananda LIVE : IPAC-এ ইডি তদন্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাধার অভিযোগ। প্রতিবাদে ফের পথে বিজেপি। ডানলপে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিটি রোড অবরোধ। পুলিশকে চপ-সিঙাড়া বিলির চেষ্টা।
অপরদিকে,
SIR-এর শুনানি পর্বের মাঝেই লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে সরাসরি পদত্যাগপত্র পাঠালেন বাগনান বিধানসভা কেন্দ্রের AERO মৌসম সরকার। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং চেঞ্জ করছে নিয়ম অনুযায়ী AERO র কাজ করতে বাধ্য। শুনানি পর্বের মাঝে এই পদত্যাগ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। বৃহস্পতিবার ERO-র কাছে পদত্য়াগপত্রও পাঠিয়েছেন মৌসম। তাঁর বক্তব্য, 'আমি পদত্যাগ করেছি। লিখিত জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। যেটা দেওয়া হয়েছে, সেটা করা বাস্তবিক ভাবে সম্ভব নয়'।
মৌসম বাগনান ২ নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক। ওই ব্লকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে শুনানিতে ডাক পেয়েছেন প্রায় ২১ হাজার। সেই শুনানি শুরুর আগে অব্য়াহতি চেয়েছেন তিনি। মৌসম জানিয়েছেন, যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে, সেটা যেটা ২০০২ ছিল, পরে সাধারণ মানুষ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ৮ নম্বর ফর্ম ফিলআপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার।অনেক ক্ষেত্রে ভোটারদের নাম “Ya” হিসেবে দেখা যাচ্ছে, য বাস্তবে প্রায় অসম্ভব ধরনের নাম। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে হয়, এই ধরনের লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে।



















