Suvendu Adhikari: কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর
ABP Ananda LIVE: কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। গ্রেটার কোচবিহারের দাবি তোলেন যে নেতা, তার বাড়িতে কেন বৈঠক? বিধানসভায় প্রশ্ন বিরোধী দলনেতার। বাড়িতে গিয়েছি, চা খেয়েছি, আপনি ডাকলেও যাব, পাল্টা উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়েের।
তাজপুরের(Tajpur) সমুদ্রের পাশে দোকান। তা উচ্ছেদ নিয়েই শুরু বিতর্ক। জোয়ারের জল দোকানগুলির কাছাকাছি চলে আসায় হকাররা কিছুটা পিছিয়ে দেন দোকান। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় তাঁরা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজেই বাধা দিচ্ছে বনদফতর। অন্যদিকে বনবিভাগের দাবি, দোকান পিছিয়ে নিলে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এইসব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠেছিল তাজপুর এলাকা। আর সেই তরজা আরও উস্কে দিয়েছে কারামন্ত্রী অখিল গিরির(Akhil Giri) মন্তব্য। মহিলা ফরেস্ট রেঞ্জারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠিপেটা করার শাসানি সহ- আরও অনেক কুরুচিকর করা বলেছেন কারামন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার। মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বনদফতরের আধিকারিককে স্বসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা। 'এই ঘটনা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে', অখিল প্রসঙ্গে বললেন সুকান্ত।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)