Kolkata Update: নামমাত্র ভাড়ায় ক্লাবকে রবীন্দ্র সরোবরের জমি, স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের।
Kolkata News: নামমাত্র ভাড়ায় ক্লাবকে রবীন্দ্র সরোবরের জমি, স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের। আপাতত রবীন্দ্র সরোবরের ওই এলাকায় কোনও নির্মাণ কাজে না আদালতের। ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে ৯৮ কাঠা জমি ভাড়া দেওয়ার অভিযোগ বছরে ৮ হাজার ৩০০ টাকায় ৯৮ কাঠা জমি ভাড়া দেওয়ার অভিযোগে মামলা। রবীন্দ্র সরোবর এলাকার গাছ কেটে নির্মাণের অভিযোগেও মামলা। 'বার্ষিক মাত্র ৮,৩০০ টাকা ভাড়ায় এত বড় জমি!' বিস্ময়প্রকাশ করে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের। দুঃস্থ শিশুদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য জমি দেওয়া হয়েছে, দাবি রাজ্যের। ২৫ জুলাই পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ। গ্যাংস্টার সুবোধের পর এবার বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদ রওশনকে। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের। রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার অভিযোগ। ফোনে সুবোধের শাগরেদ রওশন বিহারের জেলে বসে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকে কী হুমকি দিয়েছিলেন, শুনুন। ABP Ananda Live