ATM fraud News: চাঁপদানিতে এটিএম লুঠের চেষ্টা, ইট দিয়ে ভাঙা হল মেশিন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাওড়ার পর এবার চাঁপদানি । চাঁপদানিতে এটিএম লুঠের চেষ্টা, ইট দিয়ে ভাঙা হল মেশিন । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা । সিসিটিভি দেখে অভিযুক্তদের খোঁজে পুলিশ
ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি
দিল্লির পর বিহার। ভোর হতে না হতেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা,ফরিদাবাদ,গাজিয়াবাদ , গুরুগ্রাম বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। National Centre for Seismology-র দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ । হেলমেট পরা সশস্ত্র ডাকাতদলের হানা, ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুঠ! 'জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে ৭জনের ডাকাতদল' । ভাড়াটে না থাকার সুযোগে একতলার গ্রিল কেটে লুঠপাটের অভিযোগ । ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত, কর্মসূত্র ছেলে থাকেন মহারাষ্ট্রে। হেলমেট পরা ডাকাতদলের চড়াও হওয়ার ছবি সিসি ক্যামেরাবন্দি! । ৫দিন পার, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে এখনও অধরা দুষ্কৃতী, এবার দমদমে ডাকাতি!

















