Chinese New Year: শুরু হচ্ছে চিনা নববর্ষ। সেই উপলক্ষ্য়ে বিশেষ আয়োজন রেস্তোরাঁ চাউম্যানে
ABP Ananda Live: শুরু হচ্ছে চিনা নববর্ষ। সেই উপলক্ষ্য়ে বিশেষ আয়োজন রেস্তোরাঁ চাউম্যানে। চাউম্য়ানের প্রত্য়েক আউলেটে এখন পাওয়া যাবে জিভে জল আনা সব চাইনিজ পদ। বাঙালির বারো মাসে তেরো পার্বন। বাঙালি অন্য়েরটা আপন করে নেয়। চাইনিজ নিউ য়ার শুরু হচ্ছে। চাউমানে এক ড্রাগন ডান্স হল, ফুড ফেস্টিভালের আয়োজন। মঙ্গলবার রেস্তোরাঁর বাইরে আয়োজন করা হয় চিনে বিখ্য়াত ড্রাগন ডান্সের। বুধবার থেকে সাত দিন চাউম্য়ানে গেলে পাওয়া যাবে, প্রন অ্য়ান্ড পর্ক ওয়ানটন থেকে। চাইনিস ইয়ার উপলক্ষ্য়ে নতুন নতুন আইটেম। আট দশটা নতুন আইটেম আনা হয়েছে। আসলে এবার চাইনিস স্নেক ইয়ার। সেই উপলক্ষ্য়ে আয়োজন। চিনা খাবার যাঁরা পছন্দ করেন, আগামী কয়েকদিন তাঁদের গন্তব্য় হতেই পারে চাউম্য়ান।

















