Chopra News: তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল | ABP Ananda live
ABP Ananda তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। কী ঘটেছে? তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি শুরু, খবর সূত্রের। তৃণমূলকর্মীর অত্যাচার, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব। অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা? রিপোর্ট তলব রাজ্যপালের, খবর সূত্রের
স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ১০ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিক্যাল অডিট। মেডিক্যাল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের।
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্য়াহত। সাতসকালে বারুইপুর পুরসভা এলাকায় ফুটপাত থেকে দখলদার সরাতে পথে নামল পুরসভা ও বারুইপুর থানা ও বারুইপুর পুলিশ জেলা। যে সমস্ত স্থায়ী ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছেন, তাঁদের সতর্ক করার পাশাপাশি, চলার পথ দখলমুক্ত করা হয়।
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার।