CPM Rally: শ্রমিক ধর্মঘটের সমর্থনে গড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত মিছিল CPM-এর
ABP Ananda LIVE: ৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক । ধর্মঘটের ডাক ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনের ধর্মঘটের সমর্থনে গড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত মিছিল CPM-এর । সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড চালুর বিরোধিতা । শ্রমিকদের নূন্যতম মজুরি, সামাজিক সুরক্ষা কেড়ে নিতে চাইছে কেন্দ্র' শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে সরকার, অভিযোগ শ্রমিক সংগঠনগুলির । ধর্মঘটে যোগ না দিলেও প্রতিবাদ জানাবে কংগ্রেসের শ্রমিক সংগঠন
আরও খবর...
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
মৃত শিল্পী বিবি পেশায় নার্স, খুনের অভিযোগ স্বামীর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি । অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের।



















