CPM Logo Change: লাল থেকে এবার আকাশি নীলে সিপিএম! সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে!
ABP Ananda LIVE: লাল থেকে এবার আকাশি নীলে সিপিএম! সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে! নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল-সাদা! ২০ এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে সিপিএমের পোস্ট । সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট! । নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান' । সিপিএমের সোশাল মিডিয়ার DP নিয়ে কটাক্ষ দেবাংশুর
কলকাতাজুড়ে এবার নতুন হোর্ডিং, রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি
কলকাতাজুড়ে এবার নতুন হোর্ডিং, যাতে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে ফের ধর্মের প্রসঙ্গ উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। এই হোর্ডিংকে বিজেপির হিন্দুত্ব কার্ডের পাল্টা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বঙ্গ রাজনীতিতে এখন যেন রাজনীতি কম,ধর্মের আনাগোনা বেশি। একদিকে বিজেপি নিজেদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে, তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলছে, তখন তৃণমূলও নিজেদের হিন্দুদরদী প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই আবহে এবার সামনে এল নতুন হোডিং।যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। পাশাপাশি কোনওটায় লেখা, 'বাংলার মানুষ এক হও'। আবার কোনওটায় লেখা 'হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই, আমরা সবাই ভাই ভাই'। কলকাতাজুড়ে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে। যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতাই আসল সনাতনী, কারণ সনাতন ধর্মের মূল হচ্ছে মানব প্রেম।

















