CPM Rally News: হাওড়ায় বন্ধ রয়েছে লঞ্চ পরিষেবা । ক্ষোভপ্রকাশ করেছেন বাম কর্মী সমর্থকেরা
ABP Ananda Live: হাওড়ায় বন্ধ রয়েছে লঞ্চ পরিষেবা। যার ফলে যে সমস্ত কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসেছেন লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে দেখে অত্যন্ত ক্ষু্ব্ধ, ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। ৪টি বাম গণসংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ। জেলার দূর দূরান্ত থেকে আসছে বহু মানুষ । পাখির চোখ ২৬, আজ বামেদের ব্রিগেড সমাবেশ । ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী-সমর্থকরা।ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা থেকে ২৬ হাজার চাকরি বাতিলের মতো ইস্যু।
আরও খবর..
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে একযোগে বিজেপি-আরএসএসকে নিশানা মুখ্যমন্ত্রীর । শান্তির আবেদন করে বিজেপি-আরএসএসকে আক্রমণে মুখ্যমন্ত্রী । 'হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি, সঙ্গী আরএসএস' । 'বাধ্য হয়েই বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আরএসএস' । একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা' । 'দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিভেদের রাজনীতি' । রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । 'দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে, শান্ত থাকুন' । 'আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল' । 'কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে' । 'দাঙ্গা বাধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা' । 'বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না' । আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে বিজেপিকে আক্রমণ



















