Soumitra On Dilip: বঙ্গ বিজেপির লজ্জা আপনি, দিলীপকে কটাক্ষ সৌমিত্র খাঁর | Digha Jagannath Temple
ABP Ananda Live: মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ, কটাক্ষ সৌমিত্র খাঁর। 'একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, তার আদর্শ নির্দশন দিলীপ ঘোষ'। 'বাবুল থেকে মুকুল, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন'। 'কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়'। বঙ্গ বিজেপির লজ্জা আপনি, দিলীপকে কটাক্ষ সৌমিত্র খাঁর।
মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে যেদিন দিঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই, মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই। আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হল সনাতনী সমাবেশের। কাঁথির সনাতনী সম্মেলনে এদিন বক্তব্য রাখেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ, হিরন্ময় মহারাজ, পুরী ধামের দ্বৈতাপতি ভবানী প্রসাদ দাস।


















