Kuntal Ghosh: কুন্তল ঘোষের ফ্ল্য়াটে ম্য়ারাথন তল্লাশি চলল ইডির , ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা খেল রাজ্যের
1.কুন্তল ঘোষের(Kuntal Ghosh) বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তাপস মণ্ডল (Tapash Mondal)। নিয়োগ দুর্নীতির তদন্তে সেই যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের দুটি ফ্ল্য়াটে সকাল থেকে রাতভর ম্য়ারাথন তল্লাশি চলছে ইডির (ED)
2..ঝালদা পুরসভা (Jhalda Municiplaity) নিয়ে হাইকোর্টে (High Court) জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। আপাতত চেয়ারপার্সনের দায়িত্ব সামলাবেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু।কাউন্সিলর (Councillor)পদ থেকে শিলা চট্টোপাধ্যায়ের অপসারণ ও তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান পদে বসানোর মহকুমাশাসকের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিয়ে জানাল হাইকোর্ট। ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
3.অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের (Ambikesh Mahapatra) গ্রেফতারি নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা (Bengal)। তীব্র ধিক্কার জানিয়েছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্টরা। এক দশকেরও বেশি সময় পর, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের মামলা থেকে নিষ্কৃতি পাওয়ায় তাঁরা খুশি।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)