Ration Scam: জ্য়োতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট ব্যবসায়ীর রাজারহাটের ফ্ল্যাটে ইডির হানা | ABP Ananda Live
ABP Ananda Live: পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সোমবার গভীর রাতেই তল্লাশিতে বের হন তদন্তকারীরা। রেশন বণ্টন দুর্নীতি তদন্তে রাজারহাট ও উত্তর ২৪ পরগনার ১০টি জায়গায় ইডি-র হানা। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি-চালকলে তল্লাশি। গরু, সোনা পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতিতে ED-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক। সোনাপাচারের সঙ্গে কি যোগ রয়েছে রেশন দুর্নীতির কালো টাকার? তদন্তে ED ।
আরও খবর, গরুপাচারকাণ্ডে CBI-মামলায় মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলাতেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। ২০২২-এর অগাস্টে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)