Fake Passport: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জালে আরও এক, শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার
ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জালে আরও এক। শিয়ালদা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃত ত্রিদীপ মণ্ডল বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জানুয়ারিতে ৩ জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেট। পুলিশ জানিয়েছে, এই ৩ জনের এজেন্ট হিসেবে কাজ করতেন ত্রিদীপ। এই চক্র নকল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হত, খবর পুলিশ সূত্রে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল
এখনই ইস্তফা নয়, চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল! এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান। যত বড় প্লেয়ারই আসুক, সেখানে আমি খেলব- পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মলয় রায়।




















