GB Syndrome: উদ্বেগ বাড়াচ্ছে GB সিনড্রোম । ধনেখালিতে GB সিনড্রোমের উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে GB সিনড্রোম । ধনেখালিতেও GB সিনড্রোমের উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যু । কলকাতা মেডিক্যালে আনার পথে মৃত্যু । ৪৮ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । কয়েকদিন ধরে ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল । শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছিল, শ্বাসকষ্টও ছিল
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্ক যোগ্য, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে, নির্যাতিতার পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?' এখনই উত্তর চাইনা, পরে জানান, নিহত চিকিৎসকের পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল, জানালেন পরিবারের আইনজীবী।

















