![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC Inner Clash: উপনির্বাচনের আগে হাড়োয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল | ABP Ananda Live
ABP Ananda Live: কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের। উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠীর।
'আমাদের পশ্চিমবঙ্গও খুনি-ধর্ষকদের উল্লাস-ভূমি হয়ে গেল নাকি?' আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে খুন-ধর্ষণে 'বহিরাগত' তত্ত্ব মনোরঞ্জন ব্যপারীর । 'বাংলায় আগে এমন পরিস্থিতি ছিল না'। 'ইদানিং দেখছি, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা কর হল'। 'আগে তো এমন ছিল না, অপরাধীদের ধরা উচিত'। 'এরা সবাই বহিরাগত, বাঙালিদের এই রোগ ছিল না'। সরকার ও মানুষকে সজাগ থাকতে হবে, মন্তব্য মনোরঞ্জন ব্যপারীর।
![Recruitment Scam: প্যানেল বাতিলের আশঙ্কায় ধর্মতলায় এসএলএসটি চাকরিপ্রাপকদের অবস্থান-বিক্ষোভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/28/7508fd2f9aadffa6bb76f0906e9bacab1735377153846967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)