Mamata Banerjee: হাওড়ায় অভিষেক-মমতার হোর্ডিং, ফের জল্পনা
ABP Ananda Live: হাওড়া টিম অভিষেকের নামে হোডিং। হোডিংয়ে মমতা ও অভিষেকের ছবি। কলকাতার পর এবার হাওড়াতে অভিষেকের নামে হোডিং। 'আগামী ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি', হোডিংয়ে অভিষেকের ছবি দিয়ে বার্তা।
রাস্তায় নো-এন্ট্রি দেখিয়ে টাকা নিচ্ছে পুলিশ
পৌষ মেলা থেকে বোলপুর-শ্রীনিকেতন চৌমাথা মোড়ে নো-এন্ট্রির করে টাকা তুলছে শান্তিনিকেতন থানার পুলিশ। টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে ডাম্পার। রাতের অন্ধকারে চলছে বালি,মাটির গাড়ি। এর ফলে সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দা থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বোলপুর-শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে ব্যাপক যানজট হয়। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সামনেই চলে বিক্ষোভ।



















