Howrah Train Cancel: কাল হাওড়া থেকে ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল, ব্যান্ডেল শাখায় ৯টি ট্রেন বাতিল
কাল হাওড়া থেকে ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল। কাল ব্যান্ডেল শাখায় ৯টি লোকাল ট্রেন বাতিল। কাল হাওড়া-সিঙ্গুরের মধ্যে ২টি লোকাল ট্রেন বাতিল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কাল মধ্যরাতে আছড়ে পড়বে। কাল রাত ১১ থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন। কাল রাত ১১ থেকে সোমবার সকাল ৬ পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন। বারাসাত-হাসনাবাদ শাখাতেও কাল রাত ১১ থেকে বাতিল বেশকিছু ট্রেন। কাল রাত ১১ থেকে শিয়ালদা ক্যানিং, বজবজ শাখায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন। কাল রাত ১১ থেকে শিয়ালদা-ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর-নামখানা-বারুইপুর শাখাতেও বাতিল বেশকিছু ট্রেন।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)