এক্সপ্লোর
North 24 Pargana: কামারহাটির বটতলা ঘাটে প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি বালি কারবার
North 24 Pargana: মাঝে ব্য়বধান ৮ মাসের। উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে ফের শুরু হয়েছে। অবৈধভাবে বালি তোলা। গঙ্গাবক্ষে নৌকা লাগিয়ে প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। পুলিশকে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















