Madhyamgram News: মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন?
ABP Ananda LIVE: মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন? মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত যুবকের প্রেমিকা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ। মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে দম্পতিকে জিজ্ঞাসাবাদ STF-এর । প্রেমিকার কাছে যাচ্ছিলেন বলে মৃত্যুকালীন জবানবন্দিতে জানান সচ্চিদানন্দ, পুলিশ সূত্রে দাবি। 'ছেলের সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না'। ১৭ অগাস্ট শেষবার ছেলের সঙ্গে ফোনে কথা, দাবি মৃতের বাবার।
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ!
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ! আনন্দপুরের খাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ২টি ঘটনায় যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী, আনন্দপুরের খালে তল্লাশি
স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও বছর তেইশের তরুণীর সন্ধান এখনও মেলেনি। আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটার চালানো শিখছিলেন তরুণী, খবর সূত্রের। ওই তরুণী সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই এক যুবক, খবর সূত্রের। সঙ্গীর সঙ্গে হঠাৎ বচসা, তারপরেই মারধরের অভিযোগ স্থানীয়দের। তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে ওই যুবক, দাবি স্থানীয়দের।

















