Jadavpur University News LIVE: যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর। যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু'। 'শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু'। জানালেন যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবা অমিত রায়। এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না যাদবপুরকাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজকে। আরও ২ দিন হাসপাতালে রাখা হবে তাঁকে । শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেপিসি হাসপাতালের মেডিক্যাল বোর্ড । ২ দিন পর ইন্দ্রানুজকে পরীক্ষা করে দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা।
এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র
এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। 'SFI অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা? যাদবপুরের মতো প্রতিটি ক্যাম্পাসে একই অবস্থা', যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র



















