Jaynagar News: জয়নগরে মর্মান্তিক ঘটনা । ১৩জনের বিরুদ্ধে FIR, এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২!
ABP Ananda LIVE: রাতে পুলিশের সামনেই হুমকি, সকালে পিটিয়ে খুন! জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুনে বিস্ফোরক অভিযোগ! ১৩জনের বিরুদ্ধে FIR, এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২! পুলিশ-প্রশাসনকে সব জানিয়েও কিছুই না হওয়ার অভিযোগ । ২-১জনকে গ্রেফতার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ । হামলাকারীরা তৃণমূলের, বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা গ্রামবাসী । 'মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হওয়াতেই সায়েমকে পিটিয়ে খুন' । 'সন্ধে হলেই বসত মদ-জুয়ার আসর, রেহাই পেত না মহিলারাও'
আরও খবর..
যতটা সামনে এসেছে তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সরকারি নথিই বলছে সেকথা। 'অপারেশন সিঁদুরে' পাকিস্তানের যতগুলি টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বাস্তবে তার থেকেও বেশি টার্গেট করা হয়েছে। পাকিস্তানই বলছে একথা। পাকিস্তানের অপারেশন বুনইয়ান উন মরসুস-এর তথ্য অনুযায়ী, ভারতের নিরাপত্তাবাহিনী যতগুলি টার্গেটে আঘাত হানার কথা বলেছে, বাস্তবে তার থেকে আরও সাতটি বেশিকে নিশানা করা হয়েছে। সরকারি সেই দলিলের ম্যাপ অনুযায়ী, পেশওয়ার, ঝাং, সিন্ধের হায়দ্রাবাদ, পাঞ্জাবের গুজরাত, ভাওয়ালনগর, আটোক ও চোরেও টার্গেট করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। গত মাসে অপারেশন সিঁদুরের পর ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে অপারেশন সংক্রান্ত তথ্য জানানো হয়। পাকিস্তানের বক্তব্য, সেই সাংবাদিক বৈঠকে ভারতের বায়ুসেনা ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তার মধ্যে উপরের এই সাতটি লোকশনের উল্লেখ ছিল না বলে সরকারি নথিতে উল্লেখ পাকিস্তানের।



















