Jhalda: নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে ! ঘাসফুলের দখলে ঝালদা। ABP Ananda Live
দিল্লিতে জোট, ঝালদায় দল ভাঙানোর খেলা ! ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC Captures Jhalda Municipality)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে ! উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে ! কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০! ৬ থেকে কমে ঝালদায় কংগ্রেসের হাতে শুধুমাত্র ২জন কাউন্সিলর ।বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে তপন কান্দুর ভাইপো মিঠুন। কংগ্রেসের পিন্টু চন্দ, বিজয় কান্দু, মিঠুন কান্দু , সোমনাথ কর্মকারের দলবদল। তৃণমূলে যোগ দিলেন চেয়ারপার্সন তথা নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। ৬ থেকে কমে কংগ্রেস কাউন্সিলর থাকলেন শুধু পূর্ণিমা কান্দু, সোমনাথ কয়াল। উন্নয়নের লড়াইয়ে সামিল হতেই তৃণমূলে, সবার মুখে এক দাবি!