Jukti Takko: কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে : অনির্বাণ রায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যে কোনও সরস্বতী পুজো বন্ধ হয়নি। রাজনীতির সঙ্গে ধর্মকে মোলানোর বিরোধী ছিলেন সুভাষচন্দ্র । নেতাজীকে দেশবিরোধী ও হিন্দু বিরোধী বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় । মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন শ্যামাপ্রসাদ । মহাকুম্ভে পদপিষ্ট এরাজ্যের বিনোদ রুইদাসকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা । কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা ।', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে কী বললেন অনির্বাণ রায় ?
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুর। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।
CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই। বিজেপির মতই CBI-ED ভাববাচ্যে এখন কথা বলছে। আদালতে প্রমাণ দিন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করবো। নেতাজি ইন্ডোরে বিজেপিকে নিশানা অভিষেকের।



















