Jukti Takko: মমতা বন্দ্যোপাধ্য়ায় SP-কে বলেছিলেন ওইরকম মন্তব্য করতে ? মন্তব্যর দায় SP-র: মহম্মদ ইয়াহিয়া
ABP Ananda LIVE: 'বিজেপি তো মুসলিমদের ভোটার বলে মনেই করে না । তৃণমূল মুসলমানদের ভোটব্য়াঙ্ক মনে করেন কিনা জানি না । আজকে যারা তৃণমূল,কাল সিপিএম, পরশু বিজেপি । যারা ভাবে পশ্চিমবঙ্গ বাঙালিদের জন্য নয়, তারা পশ্চিমবঙ্গ তাদের জন্য নয় । যারা এত কষ্ট করে IAS হয়েছেন ,IPS হয়েছেন তারা কেন মাথা নামিয়ে নেন । একজন IAS অফিসার যদি চান, সেখানে দাঙ্গা হবে না । IAS অফিসার যদি চান, শিশুমৃত্যু হবে না । IAS অফিসার যদি চান, সেখানে কোনও রকমের দৃুর্নীতি, অত্য়াচার হবে না ।', বললেন মহম্মদ ইয়াহিয়া
আরও খবর...
আরজি কর কাণ্ডের ১০ মাসের মাথায় খাস কলকাতার কলেজে 'গণধর্ষণ!' কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ছাত্রীর ওপর 'নির্যাতন'। 'ছাত্রসংসদে শ্লীলতাহানির পর গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ,' বিস্ফোরক দাবি অভিযোগকারিণীর। মূল অভিযুক্ত তৃণমূল নেতা, গভর্নিং বডির সুপারিশেই কলেজে চাকরি। গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে বাম-বিজেপি-কংগ্রেস-AIDSO। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। 'বাংলা বলেই কড়া ব্যবস্থা হয়,' বলছে তৃণমূল। সময়সীমা শেষ, 'DA দিতে আরও ৬ মাস,' বলছে রাজ্য, দায়ের অবমাননার মামলা।
কসবাকাণ্ডে আজও প্রতিবাদের ঢেউ। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পাকড়াও করা হয়। আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে গড়িয়াহাট মোড়।



















