Jyotipriyo Mullick : জ্যোতিপ্রিয় মল্লিকের পিএকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। ABP Ananda Live
Ration Distribution Scam : জ্যোতিপ্রিয় মল্লিকের পিএকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। সিজিও কমপ্লেক্সে বেলা ১২টা থেকে অমিত দে-কে জিজ্ঞাসাবাদ। 'রেশন দুর্নীতিতে কীভাবে লাভবান জ্যোতিপ্রিয় মল্লিক?' মন্ত্রীর মাধ্যমে কারা লাভবান হয়েছিলেন? জানতে চায় ইডি। জ্যোতিপ্রিয়র সঙ্গে কারা কারা দেখা করতে আসতেন? জানতে মন্ত্রীর আপ্ত সহায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অমিত দে-র মোবাইল ফোন খতিয়ে দেখছে ইডি, নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট। রেশন দুর্নীতির টাকা ঢুকেছে অমিতের অ্যাকাউন্টে, ইডি সূত্রে দাবি। নামে-বেনামে প্রচুর সম্পত্তি অমিতের নামে, আছে রিসর্টও, ইডি সূত্রে দাবি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী অভিজিৎ দাসকেও সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 'বালু দা' লেখা মেরুন ডায়েরি, দাবি ইডির। মেরুন ডায়েরিতে কোটি কোটি টাকা লেনদেনের হিসেব, দাবি ইডির। গতকালও অমিত দে, অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

















