Kaliganj News : কালীগঞ্জে ফের উদ্ধার সকেট বোমা ভর্তি ব্যাগ ও ড্রাম !
ABP Ananda LIVE : কালীগঞ্জে ফের উদ্ধার বোমা। কালীগঞ্জকাণ্ডে মূল অভিযুক্ত আনোয়ার শেখ ও গাওয়াল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার সকেট বোমা। উদ্ধার সকেট বোমা ভর্তি ব্যাগ ও ড্রাম। ঝোপের আড়ালে লুকোনো ২টি প্লাস্টিকের ড্রাম ও ২টি ব্যাগভর্তি বোমা উদ্ধার। এলাকায় সন্ত্রাস চালাতেই বোমা মজুত, অভিযোগ স্থানীয়দের। কালীগঞ্জে তৃণমূলের জয়োল্লাস থেকে ছোড়া বোমায় ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর অভিযোগ।
Kasba Law College Case : কসবাকাণ্ডের জল গড়াল হাইকোর্টে, তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
কসবাকাণ্ডের জল গড়াল হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির সম্ভাবনা। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি ৩ আইনজীবীর । আর্জি সৌম্যশুভ্র রায়, সায়ন দে এহং বিজয় কুমার সিংহলের। আদালতের নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত দাবি



















