Kalna Incident : কালনার কিশোরকে রাজকোটে অত্যাচার, নিখোঁজ আরও এক যুবক
ABP Ananda LIVE : কালনার কিশোরকে রাজকোটে অত্যাচার, নিখোঁজ আরও এক যুবক। রাজকোটে গিয়ে নিখোঁজ কালনার আরও এক যুবক, অভিযোগ পরিবারের ।'৭ বছর আগে বছর চোদ্দর কিশোরকে রাজকোটে নিয়ে যায় হাপান মল্লিক নামে এক ব্যক্তি'।'যাওয়ার পর ১ বছর যোগাযোগ ছিল, তার পর থেকে নিখোঁজ'।'কালনার শিকারপুরের বাসিন্দা হাপান মল্লিক নিয়ে যায় কিশোরকে'।'সিটি গোল্ডের কারখানায় কাজের লোভ দেখিয়ে রাজকোটে নিয়ে যায় হাপান'।থানায় লিখিত অভিযোগ দায়ের কালনার আরও এক পরিবারের ।বারবার জানানোয় ছেলেকে ফিরিয়ে আনার আশ্বাস দেয় হাপান, দাবি পরিবারের।সম্প্রতি কালনার যুবককে রাজকোটে অত্যাচারের ভিডিও সামনে আসে ।তার পরই ছেলের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার ।
কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত
কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত। আম পাড়তে যাওয়ায় কোন্নগরের কিশোরকে বেধড়ক মারধর। পেরেক লাগানো লাঠি দিয়ে মার, চোখে-মুখে ঘুষি মারার অভিযোগ। মাথায় রক্ত জমা, চোখের নীচের হাড় ভেঙেছে, দাবি পরিবারের। হাসপাতাল থেকে আপাতত ছাড়া হল কোন্নগরের কিশোরকে। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়া হল কিশোরকে। টোটোচালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আজ কিশোরের বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল।



















